মোনালি ঠাকুরের বিবাহবিচ্ছেদের জল্পনা: মাইক রিখটারের সঙ্গে সম্পর্কে ভাঙন?

 
বিনোদন জগতের জনপ্রিয় সংগীতশিল্পী মোনালি ঠাকুর ২০১৭ সালে গোপনে বিয়ে করেছিলেন সুইজারল্যান্ডের হোটেল ব্যবসায়ী মাইক রিখটারকে। তবে এই বিয়ের কথা তিনি প্রকাশ করেন তিন বছর পরে, ২০২০ সালে। গত বছরের শেষ থেকে গায়িকা নাকি দেশে ফিরে এসেছেন। এদিকে, মোনালি ঠাকুর ও তার স্বামী মাইক রিখটার সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একে অপরকে আর ‘অনুসরণ’ করছেন না। এমনকি মাইক তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘ব্যক্তিগত’ করে রেখেছেন। এরপর থেকেই তাদের বিবাহবিচ্ছেদের জল্পনা তীব্র হয়েছে।

জানা গেছে, তাদের বিয়ে খুব সাধারণভাবে সম্পন্ন হয়েছিল। কিন্তু এখন নাকি মোনালির সঙ্গে তার স্বামীর কথাবার্তা প্রায় বন্ধ। ভৌগোলিক দূরত্বই কি এই দাম্পত্য জীবনে ফাটল ধরিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। একসময় মোনালিকে অনেকে ‘গোল্ড ডিগার’ বলে কটাক্ষ করেছিলেন। তারা দাবি করেছিলেন, অর্থের জন্যই তিনি বিদেশি ব্যবসায়ীকে বিয়ে করেছেন। তবে মোনালি সেই সময় জানিয়েছিলেন, তার রোজগার তার স্বামীর তুলনায় অনেক বেশি।

একসময় মোনালি সুইজারল্যান্ডে কাটানো মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করতেন। তিনি জানিয়েছিলেন, তার স্বামী মাইক চাষাবাদ ও পশুপালনের প্রতি আগ্রহী। কিন্তু এখন সেই স্মৃতিগুলো মোনালি তার সামাজিক মাধ্যম থেকে মুছে ফেলেছেন। এই ঘটনা তাদের সম্পর্কে ভাঙনের জল্পনাকে আরও জোরদার করেছে। তবে এ বিষয়ে মোনালি বা মাইক কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi