শাহরুখ খানের নতুন লুক ভাইরাল: ‘কিং’-এর জন্য নতুন অবতারে কিং খান

বলিউড বাদশাহ শাহরুখ খান আবারও নতুন রূপে ফিরছেন। তার বহুল প্রতীক্ষিত ছবি ‘কিং’-কে ঘিরে ভক্তদের উত্তেজনা তুঙ্গে। এর মাঝে সামাজিক মাধ্যমে ফাঁস হওয়া একটি ছবিতে একেবারে নতুন অবতারে ধরা দিয়েছেন কিং খান। ধূসর-সাদা স্পাইক কাট চুলে এবং সাদা টি-শার্ট পরা শাহরুখের এই লুক মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। ছবিটি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তুমুল আলোচনা। ভক্তদের মনে প্রশ্ন, এবার কোন চমক নিয়ে পর্দায় ফিরছেন শাহরুখ?

সম্প্রতি সামাজিক মাধ্যমে ফাঁস হওয়া ছবিতে শাহরুখকে দেখা গেছে ধূসর-সাদা স্পাইক কাট চুল এবং ক্যাজুয়াল সাদা টি-শার্টে। ছবিটি দূর থেকে তোলা হওয়ায় তার রূপ পুরোপুরি স্পষ্ট না হলেও, যতটুকু দেখা গেছে তাতেই ভক্তরা মুগ্ধ। শাহরুখের পাকা চুল আর স্টাইলিশ ক্যাজুয়াল লুক দেখে নেট দুনিয়ায় প্রশংসার ঝড়। একজন ভক্ত লিখেছেন, ‘বয়স বাড়লেও এতটা স্টাইলিশ দেখায় কীভাবে!’ আরেকজন লিখেছেন, ‘কিং খান ফিরছেন পুরো স্টাইলে।’ কেউ কেউ রসিকতা করে বলেছেন, ‘এই লোকটা কি আদৌ বুড়ো হচ্ছে?’ ছবিটি ভাইরাল হওয়ার পর থেকে ‘কিং’ নিয়ে ভক্তদের উত্তেজনা আরও বেড়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের পর শাহরুখের বড় পর্দায় কামব্যাক হচ্ছে ‘কিং’ ছবির মাধ্যমে। এই ছবিতে তিনি প্রথমবারের মতো তার মেয়ে সুহানা খানের সঙ্গে অভিনয় করছেন। ২০২৬ সালে মুক্তি পাবে এই অ্যাকশন থ্রিলার। ছবিতে আরও অভিনয় করছেন জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি, সৌরভ শুক্লা, জ্যাকি শ্রফ, অভিষেক বচ্চন, অভয় বর্মা এবং রাঘব জুয়েল।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi