গল্পনির্ভর চরিত্রে মুগ্ধতা ছড়াচ্ছেন ফারিন খান, বড় পর্দায় কাজের ইচ্ছেও প্রকাশ

বাংলাদেশের নাট্যাঙ্গনের এই প্রজন্মের সম্ভাবনাময় ও দর্শকপ্রিয় অভিনেত্রীদের তালিকায় অন্যতম নাম ফারিন খান। অল্প সময়েই অভিনয়ের মাধুর্য ও স্বাভাবিক শৈলীর মাধ্যমে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন তিনি। কাজ করেছেন একাধিক প্রশংসিত ও জনপ্রিয় নাটকে, যেখানে গল্পনির্ভরতা ও চরিত্রের গভীরতাকেই রেখেছেন সবচেয়ে গুরুত্বের কেন্দ্রে।

‘প্রিয় ঠিকানা’, ‘মনের মাঝে তুমি’, ‘লাভ বাজ’, ‘প্রথম প্রেমের গল্প’ ও ‘সুইচ’—এই নাটকগুলোতে ফারিনকে দেখা গেছে ভিন্ন ভিন্ন চরিত্রে, ভিন্ন ভিন্ন সহশিল্পীদের সঙ্গে। কখনো তৌসিফ মাহবুব, কখনো সোহেল মণ্ডল কিংবা ফারহান—সবাইয়ের সঙ্গে জুটি বেঁধে প্রতিটি চরিত্রে নিজেকে সার্থকভাবে উপস্থাপন করেছেন তিনি।

নিজের মিডিয়া-ভ্রমণের অভিজ্ঞতা প্রসঙ্গে ফারিন বলেন,
"অভিনয় অঙ্গনের সবচেয়ে ছোট্ট মানুষটি আমি। এখনো মনে করি, আমার হাতেখড়ি চলছে মাত্র। নিজের অভিনয়ে এখনো সন্তুষ্ট নই। অনেক দূর যেতে হবে—এটাই আমার ভাবনা। দর্শকের ভালোবাসাই আমার প্রেরণা। আমি চাই আরও ভালো গল্পের নাটকে, এমনকি সিনেমাতেও কাজ করতে।"

চরিত্রের গভীরতা এবং অভিনয়ের চ্যালেঞ্জকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে ফারিন আরও বলেন, তিনি এমন গল্পনির্ভর নাটকে কাজ করতে চান যেখানে নিজেকে আরও বেশি আবিষ্কার করা সম্ভব। একই সঙ্গে বড় পর্দায় কাজ করার আকাঙ্ক্ষাও ব্যক্ত করেছেন তিনি।

সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে প্রতিনিয়ত নতুন চরিত্রে উপস্থাপন করে চলেছেন ফারিন খান। দর্শকদের ভালোবাসা ও সমর্থনকে পাথেয় করে এগিয়ে যেতে চান অনেক দূর।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi