মেয়র পদে নির্বাচন করার ঘোষণা হিরো আলমের, বললেন "মানুষের জন্য কাজ করতে চাই

সোশ্যাল মিডিয়ার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম ফের রাজনীতির ময়দানে আলোচনায়। এর আগেও তিনি একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নিজের অবস্থান জানান দিয়েছেন। এবার তিনি জানিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচন করার ইচ্ছা রয়েছে তার।

সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে হিরো আলম বলেন,
"আমি মানুষের জন্য কাজ করতে চাই। অনেকে ফোন দিয়ে উৎসাহ দিচ্ছেন। আলোচনা চলছে। আপাতত মেয়র নির্বাচন নিয়েই ভাবছি। যদি জনগণ চায়, তাহলে ভবিষ্যতে জাতীয় নির্বাচনেও অংশ নিতে পারি।"

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদের সম্ভাব্য প্রার্থী হিসেবে বিএনপির ইশরাক হোসেন ইতিমধ্যেই আলোচনায় রয়েছেন। তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা কতটা কঠিন—এমন প্রশ্নে হিরো আলম বলেন,
"কোনো নির্বাচনই সহজ নয়। আমি আমার মতো করে কাজ করে যাচ্ছি। সব কিছু নির্ভর করছে জনগণের ওপর।"

উল্লেখ্য, ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন হিরো আলম। বগুড়া-৪ আসনে তিনি মাত্র ৮৩৪ ভোটের ব্যবধানে হেরে যান আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর কাছে।

পরবর্তীতে ২০২৩ সালের ২৩ জুলাই অনুষ্ঠিত ঢাকা-১৭ আসনের উপনির্বাচনেও একতারা প্রতীক নিয়ে অংশ নেন তিনি। সেই নির্বাচনের দিন ভোটকেন্দ্রে হামলার শিকার হন হিরো আলম এবং পরে ভোট বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগও দেন।

রাজনৈতিক যাত্রায় নানা চড়াই-উতরাই পেরিয়ে হিরো আলম এবার রাজধানীর মেয়র পদের জন্য নিজেকে প্রস্তুত করছেন। জনগণের ভালোবাসা ও সমর্থনই যে তার মূল শক্তি—এ কথা বারবারই জানিয়ে দিচ্ছেন এই আলোচিত ব্যক্তি।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi