পাকিস্তানি সংগীতশিল্পী কুরতুলৈন বালুচ ভালুকের আক্রমণে আহত

 পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী কুরতুলৈন বালুচ অবকাশযাপনের জন্য ভ্রমণে গিয়ে বড় বিপদে পড়েছেন। গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) দেওসাই জাতীয় উদ্যানে বেড়াতে গিয়ে বাদামি ভালুকের আক্রমণে তার হাত ক্ষতবিক্ষত হয়েছে।

২০১১ সালে ‘আঁখিয়া নু রেহন দে’ গানের মাধ্যমে সংগীতজীবন শুরু করা কুরতুলৈন ‘কোক স্টুডিও পাকিস্তান’-এর মাধ্যমে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। তিনি পাক ধারাবাহিক ‘হমসফর’-এর ‘ওহ হমসফর থা’ এবং ভারতীয় ছবি ‘পিঙ্ক’-এর ‘কারি কারি’ গান গেয়ে দুই দেশেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

দেওসাই জাতীয় উদ্যানে নিজের তাঁবুতে ঘুমানোর সময় এই ভালুকের আক্রমণের শিকার হন তিনি। ঘটনার পরপরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, কুরতুলৈনের অবস্থা বর্তমানে স্থিতিশীল। তার হাড় ভাঙেনি, তবে শরীরের বিভিন্ন অংশে সৃষ্ট ক্ষত সারতে কিছুটা সময় লাগবে। এই কঠিন সময়ে কুরতুলৈনের গোপনীয়তা রক্ষার জন্য তার টিমের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi