শাকিব খানের ‘সোলজার’-এ জুটি বাঁধছেন তানজিন তিশা ও ঐশী

ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান এবার আসছেন নতুন চমক নিয়ে। কিছুদিন আগে তিনি নিজেই জানিয়েছিলেন, নির্মাতা সাকিব ফাহাদের নতুন সিনেমা ‘সোলজার’-এ অভিনয় করছেন তিনি। এবার শোনা যাচ্ছে, এ সিনেমায় শাকিবের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন দুই জনপ্রিয় নায়িকা—অভিনেত্রী তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশী।

সংশ্লিষ্ট একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, তিশা ও ঐশী দুজনের সঙ্গেই আলোচনার চূড়ান্ত পর্যায় চলছে। আনুষ্ঠানিক চুক্তি খুব শিগগিরই সম্পন্ন হবে।

এই ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটতে যাচ্ছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার। অন্যদিকে ঐশী এর আগে ‘মিশন এক্সট্রিম’, ‘ব্ল্যাক ওয়ার’, ‘রাত জাগা ফুল’ ও ‘আদম’-এ অভিনয় করে ইতিমধ্যেই দর্শকপ্রিয়তা পেয়েছেন।

পরিচালক সাকিব ফাহাদ জানিয়েছেন, চলতি মাসেই শুরু হবে ‘সোলজার’-এর শুটিং। এতে শাকিব খানকে দেখা যাবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক এজেন্ট হিসেবে, যিনি দেশের জন্য একের পর এক দুঃসাহসিক মিশন সফলভাবে সম্পন্ন করেন। কাহিনিতে বাস্তব ঘটনার ছোঁয়ার পাশাপাশি থাকছে নাটকীয়তা, দেশপ্রেম, আবেগ আর রোমাঞ্চকর অ্যাকশন।

সবকিছু ঠিক থাকলে এ বছরই মুক্তি পাবে সিনেমাটি।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi