বিনিয়োগ কেলেঙ্কারির অভিযোগে শিল্পা শেঠি-রাজ কুন্দ্রার বিরুদ্ধে লুক আউট নোটিশ


বিনিয়োগের নামে ব্যবসায়ীর কাছ থেকে ৬০ কোটি রুপি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে। এ ঘটনায় মুম্বাই পুলিশ তাদের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে। মামলার তদন্ত করছে অর্থনৈতিক অপরাধ দমন শাখা (ইওডব্লিউ)।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এই তারকা দম্পতি তাদের বন্ধ হয়ে যাওয়া সংস্থা বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড–এর নামে বিনিয়োগের অজুহাতে এই অর্থ নেন।

ভুক্তভোগী ব্যবসায়ী দীপক কোঠারির অভিযোগ, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে শিল্পা-রাজ তার কাছ থেকে মোট ৬০ কোটি রুপি নিয়েছিলেন ব্যবসা সম্প্রসারণের আশ্বাস দিয়ে। তবে পরে জানা যায়, সেই অর্থ তারা ব্যক্তিগত খরচে ব্যবহার করেছেন। প্রথমে এই টাকা ঋণ হিসেবে নেওয়া হলেও পরে কর সাশ্রয়ের উদ্দেশ্যে বিনিয়োগ হিসেবে দেখানো হয়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা। তাদের দাবি, “এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিদ্বেষপ্রসূত মামলা। শুধুমাত্র আমাদের মানহানি করার উদ্দেশ্যেই এই অভিযোগ আনা হয়েছে।”

বলিউডে একের পর এক আর্থিক কেলেঙ্কারির ঘটনায় নড়েচড়ে বসেছে মুম্বাই পুলিশ। শিল্পা-রাজ দম্পতির বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণিত হলে, তাদের জন্য বড় আইনি বিপদ ডেকে আনতে পারে।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi