লেভিসের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন আলিয়া ভাট

বিশ্বখ্যাত ডেনিম ব্র্যান্ড লেভিস তাদের নতুন গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ করেছে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে। নারীদের ফ্যাশনে বর্তমানে ওভারসাইজড সিলুয়েট, রিল্যাক্সড ফিট ও ওয়াইড-লেগড ডেনিম যখন মূল ধারায় জায়গা করে নিয়েছে, তখন লেভিসের এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন ফ্যাশন বিশেষজ্ঞরা।

এ নিয়ে আলিয়া ভাট বলেন, “আমার কাছে একটি জিন্স কখনোই শুধু জিন্স নয়; এটি এমন কিছু, যা নিজের মতো করে বাঁচা যায়। ডেনিম আসলে নিজেকে উদযাপনের এক মাধ্যম, যা প্রজন্ম থেকে প্রজন্মে আমাদের যুক্ত করে।”

বর্তমানে আলিয়া সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ এবং শিভ রাওয়াইল পরিচালিত অ্যাকশন ড্রামা ‘আলফা’ ছবির প্রস্তুতিতে ব্যস্ত। অভিনয়ের পাশাপাশি তিনি নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ইটারনাল সানশাইন প্রোডাকশন্স, শিশুতোষ পোশাক ব্র্যান্ড ইড-এ-মাম্মা এবং আন্তর্জাতিক রেড কার্পেটে নিয়মিত উপস্থিতির মাধ্যমে ফ্যাশন জগতে নিজের অবস্থান আরও শক্ত করেছেন।

লেভি স্ট্রস অ্যান্ড কো’র দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ব্যবস্থাপনা পরিচালক হিরেন গোর বলেন, “আলিয়া ভাট শুধু চলচ্চিত্র নয়, ফ্যাশন ও সংস্কৃতিতেও আলোচনার ধারা তৈরি করেন। তার উপস্থিতি লেভিসকে নারীদের ডেনিমে আরও শক্তিশালী করবে।”

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi