‘এসএসএমবি ২৯’ নিয়ে বিশ্বজুড়ে আগ্রহ, বাজেট ১১৮৮ কোটি টাকা


দক্ষিণী সিনেমার কিংবদন্তি পরিচালক এসএস রাজামৌলি ‘বাহুবলী’ ও ‘আরআরআর’-এর পর এবার আসছেন নতুন প্রজেক্ট ‘এসএসএমবি ২৯’ নিয়ে। ইতোমধ্যেই এই সিনেমাকে ঘিরে দর্শকমহলে দারুণ উত্তেজনা তৈরি হয়েছে। কারণ এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু, বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া এবং মালয়ালম অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন।

ইতোমধ্যেই সিনেমার মহরত শেষে আফ্রিকার কেনিয়ায় বড় অংশের শুটিং সম্পন্ন হয়েছে। গত এপ্রিল থেকে শুরু হওয়া শুটিংয়ে মাসাই মারা, লেক নাইভাশা, সাম্বুরু, মাউন্ট কিলিমাঞ্জারো এবং আম্বোতেলির মতো বিখ্যাত লোকেশনে গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণ করা হয়েছে।

শুটিং চলাকালেই এসএস রাজামৌলি সাক্ষাৎ করেন কেনিয়ার প্রধানমন্ত্রীর ক্যাবিনেট সচিব ও পররাষ্ট্রমন্ত্রী মুসালিয়া মুদাবাদির সঙ্গে। তিনি সামাজিক মাধ্যমে টিমের সঙ্গে সাক্ষাতের ছবি শেয়ার করে জানান, ‘এসএসএমবি ২৯’ মুক্তি পাবে ১২০ দেশে।

শোনা যাচ্ছে, সিনেমাটি দুটি পর্বে মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।

কেনিয়ার গণমাধ্যম জানাচ্ছে, ‘এসএসএমবি ২৯’-এর বাজেট প্রায় ১৩৫ মিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ১১৮৮ কোটি টাকা। এটি হতে যাচ্ছে এশিয়ার ইতিহাসে অন্যতম বড় বাজেটের সিনেমা।

‘বাহুবলী’ ও ‘আরআরআর’-এর সাফল্যের পর রাজামৌলির এই নতুন প্রজেক্ট শুধু দক্ষিণী সিনেমা নয়, গোটা এশিয়ার চলচ্চিত্রশিল্পের জন্য বড় প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছে।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi