সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্রিটিশ তরুণ অভিনেত্রী রোসা টেইলরের, থিয়েটার অঙ্গনে শোকের ছায়া

মাত্র ১৯ বছর বয়সেই থেমে গেল এক উজ্জ্বল সম্ভাবনার পথচলা। ব্রিটেনের প্রতিভাবান তরুণ অভিনেত্রী রোসা টেইলর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ইংল্যান্ডের উইল্টশায়ার কাউন্টির কর্শাম লাইব্রেরিতে একটি শিশুতোষ থিয়েটার শোতে অংশ নিতে যাওয়ার সময় ঘটে এই দুর্ঘটনা।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, গত বৃহস্পতিবার (২৪ জুলাই) স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে রোসা টেইলারের চালানো হুন্দাই আই১০ গাড়িটি একটি স্কানিয়া টিপার এইচজিভি (লরি)-র সঙ্গে সংঘর্ষে জড়ায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এই তরুণীর।

রোসার পরিবার ও সহকর্মীদের মতে, তিনি ছিলেন এক প্রাণবন্ত, মমতাময়ী ও সবার প্রিয় মানুষ। তার বাবা গ্যারেথ টেইলর এক আবেগঘন বিবৃতিতে বলেন, “রোসা যেমন দুর্দান্ত অভিনয় করত, তেমনি সে ছিল সবার জন্য এক মমতাময়ী মেয়ে। তার ভবিষ্যৎ ছিল অসাধারণ।

খুব অল্প বয়সেই তাকে হারালাম।” ল্যাঙ্কাশায়ারের আপহোল্যান্ডের বাসিন্দা রোসা নিয়মিত অভিনয় করতেন স্কেলমারসডেল আর্টজ সেন্টারে। সংগীতনাট্যে পড়াশোনা করেছেন লিভারপুল ইনস্টিটিউট ফর পারফর্মিং আর্টস সিক্সথ ফর্ম কলেজে। চলতি বছরই তিনি লন্ডনের বিখ্যাত ট্রিনিটি ল্যাবান কনজারভেটোয়ার-এ ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিলেন।

সম্প্রতি ‘স্ক্রাম্পটিউস’ নামের একটি থিয়েটার প্রযোজনায় প্রধান চরিত্রে অভিনয় করছিলেন রোসা। দুর্ঘটনার দিন কর্শাম লাইব্রেরিতে সেই নাটকের শোতে অংশ নিতেই যাচ্ছিলেন তিনি।

শুধু থিয়েটার মঞ্চেই নয়, শিশুদের জন্মদিনে জনপ্রিয় চরিত্র—যেমন অ্যারিয়ানা গ্রান্দে, রাজকুমারী জেসমিন কিংবা বেল—রূপে সেজে পারফর্ম করতেন রোসা। শিশুর মুখে হাসি ফোটানো ছিল তার অন্যতম ভালো লাগার জায়গা। পাশাপাশি তিনি কাজ করতেন অর্মস্কির্কের ব্রিয়ারস হল হোটেলেও।

রোসার এই অকাল মৃত্যুতে ব্রিটেনের থিয়েটার অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, বন্ধু ও দর্শকেরা তার স্মৃতিকে শ্রদ্ধায় স্মরণ করছেন।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi