কন্যা রাহার নামে ২৫০ কোটি রুপির প্রাসাদ! নতুন রাজকীয় বাড়ি নিয়ে ফের আলোচনায় রণবীর-আলিয়া

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট ফের শিরোনামে এসেছেন, তবে এবার অভিনয়ের নয়—আলোচনায় তাদের নতুন রাজকীয় বাড়ি। মুম্বাইয়ের অভিজাত পালি হিল এলাকায় নির্মিত বহু প্রতীক্ষিত এই স্বপ্নের আবাসন এখন পুরোপুরি প্রস্তুত। শিগগিরই সেখানে বসবাস শুরু করবেন তারা।

তবে সবচেয়ে চমকপ্রদ দিক হলো, ২৫০ কোটি রুপি মূল্যের এই বাড়িটি রণবীর বা আলিয়ার নামে নয়—নিবন্ধিত হয়েছে তাদের মেয়ে রাহা কাপুর-এর নামে। পরিবারের ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখেই এমন আবেগঘন ও দূরদর্শী সিদ্ধান্ত নিয়েছেন তারকা এই দম্পতি।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, আলিয়া তার শাশুড়ি নীতু কাপুরকে নিয়ে নতুন বাড়ি পরিদর্শনে গিয়েছিলেন। ফেরার সময় দুজনের আবেগঘন আলিঙ্গন ধরা পড়ে ক্যামেরায়, যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

ছয়তলা বিশিষ্ট এই প্রাসাদতুল্য বাড়ির ছাদজুড়ে রয়েছে সবুজ বাগান, শিল্পঘরানার বারান্দা ও দৃষ্টিনন্দন লতাগুল্ম। বাড়ির পুরো রঙ ধূসর—যা এর সৌন্দর্যকে দিয়েছে মার্জিত ও রাজকীয় আবহ।

রিপোর্ট অনুযায়ী, এই বাড়ির বাজারমূল্য প্রায় ২৫০ কোটি রুপি—যা মুম্বাইয়ের তারকাদের মধ্যে অন্যতম ব্যয়বহুল আবাসন। তুলনায় শাহরুখ খানের ‘মান্নাত’ এর দাম প্রায় ২০০ কোটি এবং অমিতাভ বচ্চনের ‘জলসা’র দাম প্রায় ১২০ কোটি রুপি।

এদিকে, আলিয়া ভাট বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন যশরাজ ফিল্মসের অ্যাকশনধর্মী ছবি ‘আলফা’-র শুটিং নিয়ে। এতে তার সঙ্গে রয়েছেন শর্বরী ও ববি দেওল। পাশাপাশি সঞ্জয় লীলা বনসালীর আলোচিত প্রজেক্ট ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ একসঙ্গে পর্দায় আসছেন আলিয়া, স্বামী রণবীর কাপুর এবং ভিকি কৌশল।

অন্যদিকে রণবীর কাপুর ব্যস্ত ‘রামায়ণ’ সিনেমার প্রস্তুতিতে। পরিচালক নিতেশ তিওয়ারির এই প্রজেক্টে রণবীর রামের চরিত্রে, যশ থাকছেন রাবণ হিসেবে এবং সীতা চরিত্রে অভিনয় করবেন সাই পল্লবী।

নতুন বাড়ি আর নতুন কাজ—সব মিলিয়ে আবারও আলোচনার কেন্দ্রে এই তারকা জুটি ও তাদের ছোট্ট রাজকন্যা রাহা।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi