জয়া আহসান বাংলাদেশের সিনেমার গণ্ডি পেরিয়ে বলিউডেও নিজের অবস্থান পোক্ত করছেন। এর আগে অনিরুদ্ধ রায়চৌধুরীর ‘কড়ক সিং’ সিনেমার মাধ্যমে তিনি বলিউডে পা রেখেছিলেন, যেখানে তিনি অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন।
সম্প্রতি মুম্বইয়ে খাদ্যজাতীয় পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘সানফিস্ট মম'স ম্যাজিক’-এর একটি ইভেন্টে জয়া আহসান উপস্থিত ছিলেন। সেখানে তার সঙ্গে ছিলেন ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ খ্যাত অভিনেত্রী মন্দিরা বেদী, পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী এবং বলিউডের অন্যান্য তারকারা। জয়া সামাজিক মাধ্যম ফেসবুকে এই ইভেন্টের কিছু ছবি পোস্ট করেছেন, যেখানে তাকে নীল শাড়িতে মন্দিরা বেদীর পাশে দেখা গেছে। মঞ্চে তারা মাতৃত্ব ও সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন।
ফেসবুক পোস্টে জয়া লিখেছেন, “সময়ের সঙ্গে আমি বিশ্বাস করতে শিখেছি—মাতৃত্ব শুধু রক্তের সম্পর্ক নয়, এটা একটি আবেগগত পথচলা, যা মা ও সন্তানের মধ্যে সময়ের সঙ্গে গড়ে ওঠে। দত্তক সন্তান গ্রহণ এই ভালোবাসার এক অনন্য প্রকাশ হতে পারে।” তিনি আরও লিখেছেন, “‘ডিয়ার মা’ সিনেমাটি এমন একটি বন্ধনের গল্প বলে। এই ধরনের আলোচনায় অংশ নিতে পারা আমার জন্য সম্মানের।”
উল্লেখ্য, জয়া আহসান কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমার শুটিং শেষ করেছেন। এ ছাড়া আগামী ১ আগস্ট মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।