‘ধড়ক ২’, ‘জিগরা’, ‘গুঞ্জন সাক্সেনা’ ও ‘অন্তিম’ সিনেমায় স্টান্ট সংক্রান্ত কাজ করা বিক্রম দহিয়া এই উদ্যোগের কথা জানিয়েছেন। তিনি বলেন, “অক্ষয় স্যারকে ধন্যবাদ। প্রায় ৬৫০-৭০০ স্টান্টম্যান এবং লড়াইয়ের দৃশ্যে যুক্ত ব্যক্তিরা এখন অনেকটাই সুরক্ষিত। প্রত্যেকের জন্য স্বাস্থ্যবিমা ও দুর্ঘটনাজনিত বিমা করা হয়েছে। কোনো স্টান্টম্যান সেটে বা সেটের বাইরে আহত হলে পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ টাকার ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পাবেন।”
সিনেমার লড়াইয়ের দৃশ্য বা কঠিন স্টান্টে প্রাণের ঝুঁকি থাকলেও স্টান্টম্যানরা প্রায়ই সঠিক পরিষেবা থেকে বঞ্চিত হন বলে অভিযোগ উঠেছে। অক্ষয় কুমারের এই উদ্যোগ নিশ্চিত করবে যে, আহত হলে তারা চিকিৎসা পাবেন এবং মৃত্যুর ক্ষেত্রে তাদের পরিবার ক্ষতিপূরণ পাবে। এই পদক্ষেপ স্টান্টম্যানদের জন্য নিরাপদ কাজের পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।