মালাইকা অরোরা ৫.৫ কোটি টাকায় ফ্ল্যাট বিক্রি, লাভ ২.২ কোটি; বিয়ে নিয়ে মুখ খুললেন


 বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা মুম্বাইয়ের আন্ধেরি ওয়েস্টে অবস্থিত তাঁর বিলাসবহুল ফ্ল্যাটটি ৫ কোটি ৫০ লাখ টাকায় বিক্রি করেছেন। এই লেনদেনে তিনি প্রায় ২ কোটি ২০ লাখ টাকার লাভ করেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এই লেনদেনের নথি আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে। আবাসনবিষয়ক ওয়েবসাইট স্কয়ার ইয়ার্ডসের তথ্যমতে, ফ্ল্যাটটি লোকহান্ডওয়ালা কমপ্লেক্সের রুনওয়াল এলিগান্তে আবাসিক প্রকল্পে অবস্থিত। মালাইকা ২০১৮ সালের মার্চে এই ফ্ল্যাটটি ৩ কোটি ৫০ লাখ টাকায় কিনেছিলেন। সাত বছরে ফ্ল্যাটটির দাম প্রায় ৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এদিকে, পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে মালাইকা তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন। দ্বিতীয় বিয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “কখনো না বলতে নেই। আমি ভালোবাসায় বিশ্বাস করি, সবকিছুতেই ভালোবাসা দেখি। তাই কখনোই না (বিয়ে প্রসঙ্গে) বলব না।”

মালাইকা ১৯৯৮ সালে অভিনেতা ও প্রযোজক আরবাজ খানকে বিয়ে করেছিলেন। বিয়ের আগে তাঁরা পাঁচ বছর প্রেম করেছিলেন। ১৮ বছরের দাম্পত্য জীবনের পর ২০১৬ সালে তাঁদের বিচ্ছেদ হয়। বর্তমানে তাঁদের ছেলে আরহানকে দুজনে মিলে দেখভাল করছেন। বিচ্ছেদের পর মালাইকা অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে আলোচনায় এসেছিলেন। ২০১৯ সাল থেকে তাঁদের প্রকাশ্যে একসঙ্গে দেখা গেলেও গত বছর তাঁরা সেই সম্পর্কের ইতি টেনেছেন। অর্জুন কাপুর ইতিমধ্যে স্বীকার করেছেন যে তিনি এখন সিঙ্গেল।

মালাইকাকে শিগগিরই আয়ুষ্মান খুরানা অভিনীত হরর–কমেডি ছবি ‘থামা’র একটি বিশেষ আইটেম গানে দেখা যাবে। এছাড়া তিনি সম্প্রতি ‘হিপ হপ ইন্ডিয়া সিজন ২’–এ রেমো ডি’সুজার সঙ্গে বিচারকের আসনে ছিলেন।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi