বলিউডের তিন খান এক ছাতার নিচে: আরিয়ান খানের প্রকল্পে জল্পনা তুঙ্গে

 বলিউডের তিন কিংবদন্তি—শাহরুখ খান, সালমান খান এবং আমির খান—একসঙ্গে একটি প্রকল্পে কাজ করছেন বলে জল্পনা ছড়িয়েছে। এই তিন তারকা, যারা যথাক্রমে ‘বলিউড বাদশাহ’, ‘সুপারস্টার’ এবং ‘মিস্টার পারফেকশনিস্ট’ হিসেবে খ্যাত, তাদের এক ফ্রেমে দেখার সম্ভাবনায় ভক্তদের উত্তেজনা তুঙ্গে। আর এই স্বপ্নের প্রকল্পের পেছনে রয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান খান।

গত শনিবার (৬ আগস্ট) সামাজিক মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়, যেখানে একটি শুটিং সেটে প্রসাধনী ভ্যানের গায়ে শাহরুখ, সালমান এবং আমিরের নাম লেখা দেখা যায়। এই ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে উৎসাহ ছড়িয়ে পড়ে। অনেকেই মন্তব্য করেন, “বহুদিনের স্বপ্ন তিন খানকে একসঙ্গে দেখার। মনে হচ্ছে, সেই স্বপ্ন সত্যি হতে চলেছে।”

নেটিজেনদের অনুমান, আরিয়ান খান পরিচালিত আসন্ন ওয়েব সিরিজ ‘ব্যাডস অব বলিউড’-এ এই তিন তারকাকে একসঙ্গে দেখা যাবে। ইতোমধ্যে সিরিজের ঝলকে সালমান খানকে দেখা গেছে। শাহরুখেরও এতে থাকার কথা নিশ্চিত। ফলে আমির খানেরও যুক্ত হওয়ার সম্ভাবনায় নেটিজেনরা প্রায় নিশ্চিত।

এর আগে আমির খান নিজেই শাহরুখ ও সালমানের সঙ্গে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, “তিনজনের একসঙ্গে অভিনয় করার কথা আমিই তুলেছিলাম। শাহরুখ ও সালমানকে বলি, আমরা তিনজন একটা ছবি না করলে খুব খারাপ হবে। ওরাও আমার সঙ্গে সহমত প্রকাশ করেছিলেন। আশা করছি, এটা বাস্তবায়িত হবে। তবে এর জন্য একটা ভালো গল্প ও চিত্রনাট্য দরকার। সেটারই অপেক্ষায় রয়েছি।”

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি তিন খানের একসঙ্গে কাজ করার সম্ভাবনাকে আরও জোরালো করেছে। ভক্তরা উৎসাহিত হয়ে বলছেন, “এই তিন কিংবদন্তিকে এক ফ্রেমে দেখা বলিউডের ইতিহাসে একটি মাইলফলক হবে।” তবে এটি কোন প্রকল্পে বাস্তবায়িত হচ্ছে, তা নিয়ে এখনও স্পষ্ট কোনো ঘোষণা আসেনি।

আরিয়ান খানের ‘ব্যাডস অব বলিউড’ ওয়েব সিরিজ নিয়ে ইতোমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে। এই সিরিজে তিন খানের উপস্থিতি নিশ্চিত হলে, বলিউডে এক নতুন ইতিহাস রচিত হবে বলে মনে করছেন অনুরাগীরা।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi