চীনা অভিনেতা ইউ মেংলংয়ের মৃত্যু, বেইজিংয়ে ভবন থেকে পড়ে প্রাণ হারান

 চীনের জনপ্রিয় গায়ক, অভিনেতা ও মডেল ইউ মেংলং আর নেই। মাত্র ৩৭ বছর বয়সে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেইজিংয়ের একটি ভবন থেকে পড়ে মৃত্যুবরণ করেছেন এই তারকা। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, ইউ মেংলংয়ের ব্যবস্থাপনা দল এক বিবৃতিতে জানিয়েছে, পুলিশের তদন্তে এই ঘটনায় কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি।

বিবৃতিতে বলা হয়, “অসহনীয় বেদনা নিয়ে জানাচ্ছি, আমাদের প্রিয় মেংলং ১১ সেপ্টেম্বর ভবন থেকে পড়ে মৃত্যুবরণ করেছেন। পুলিশ কোনো অপরাধের প্রমাণ পায়নি। আমরা চাই তিনি শান্তিতে থাকুন এবং তার প্রিয়জনরা শক্ত থাকুন।”

এর আগে একজন পাপারাজ্জি সামাজিক মাধ্যমে ইউ মেংলংয়ের মৃত্যুর খবর শেয়ার করেছিলেন, যা পরে মুছে ফেলা হয়। পোস্টে উল্লেখ ছিল, ৯ সেপ্টেম্বর ইউ মেংলং ৫-৬ জন ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে এক বন্ধুর বাড়িতে রাতের খাবার খেতে গিয়েছিলেন। ১১ সেপ্টেম্বর ভোর ২টার দিকে তিনি শোবার ঘরে গিয়ে দরজা বন্ধ করেন। সকাল ৬টার দিকে বন্ধুরা তাকে না পেয়ে খুঁজতে গেলে ভবনের নিচে তার দেহ পড়ে থাকতে দেখেন। একজন প্রতিবেশী কুকুর হাঁটাতে বের হয়ে প্রথমে বিষয়টি লক্ষ্য করেন এবং পুলিশে খবর দেন।

ইউ মেংলং ২০০৭ সালে ‘মাই শো, মাই স্টাইল’ প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন জগতে প্রবেশ করেন। ২০১১ সালে ‘দ্য লিটল প্রিন্স’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয়। তিনি ‘গো প্রিন্সেস গো’, ‘ইটারনাল লাভ’, ‘লাভ গেম ইন ইস্টার্ন ফ্যান্টাসি’ এবং ‘ফিউড’-এর মতো জনপ্রিয় চীনা ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। এছাড়া গায়ক হিসেবে বেশ কিছু গানও প্রকাশ করেছিলেন তিনি।

ইউ মেংলংয়ের অকাল মৃত্যুতে চীনা বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। ভক্ত ও সহকর্মীরা সামাজিক মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi