জাতীয় চলচ্চিত্র পুরস্কারে প্রথমবারের মতো সেরা অভিনেতা শাহরুখ খান

 ভারতের চলচ্চিত্র জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতি ‘৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার। নয়াদিল্লিতে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্তদের তালিকা ঘোষণা করেন খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা আশুতোষ গোয়ারিকর। এবারের আয়োজনে সবার নজর কাড়েন বলিউড সুপারস্টার শাহরুখ খান

তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে দাপুটে উপস্থিতি থাকা সত্ত্বেও এবারই প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা হিসেবে স্বীকৃতি পেলেন শাহরুখ।

এই স্বীকৃতি এসেছে ২০২৩ সালের সুপারহিট সিনেমা ‘জাওয়ান’-এ অনবদ্য অভিনয়ের মাধ্যমে। সিনেমাটিতে রোম্যান্স, অ্যাকশন ও ড্রামার অপূর্ব সংমিশ্রণে এক ভিন্নমাত্রার পারফরম্যান্স উপহার দেন শাহরুখ। ফলে সিনেমাটি যেমন বক্স অফিসে রেকর্ড গড়ে, তেমনি সমালোচকদের কাছ থেকেও পায় ব্যাপক প্রশংসা।

ভক্তদের জন্য এটি ছিল এক আবেগঘন মুহূর্ত, কারণ বহু বছর ধরে শাহরুখকে জাতীয় পুরস্কারে সম্মানিত না করায় তাদের আক্ষেপ ছিল প্রবল। সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ‘কিং খান’ এবার উঠে এলেন জাতীয় স্বীকৃতির সর্বোচ্চ শিখরে।

বিশ্বব্যাপী জনপ্রিয় এই অভিনেতা তার অভিনয় দক্ষতা, ক্যারিশমা ও মেধার কারণে বরাবরই দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। জাতীয় পুরস্কার অর্জন তার সেই অসামান্য ক্যারিয়ারে যুক্ত করল নতুন এক গৌরবময় অধ্যায়।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi