বলিউডের গ্ল্যামারাস অভিনেত্রী ও মডেল উর্বশী রাউতেলা সৌন্দর্য প্রতিযোগিতা থেকে শুরু করে চলচ্চিত্র—সবখানেই নিজের উপস্থিতি জানান দিয়েছেন। তবে কখনো নিজের বিতর্কিত মন্তব্য, কখনো বা লুক নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ট্রলের শিকার হন। তবে এবার তিনি নিজেই নিজেকে ট্রল করে আলোচনায় উঠে এসেছেন।
সম্প্রতি উর্বশী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কেএফসির একটি বিজ্ঞাপন ভিডিও শেয়ার করেন, যেখানে তাকে দেখা যায় রসিক ভঙ্গিতে নিজের অসংলগ্ন মন্তব্য ও অতিরঞ্জিত দাবি নিয়ে ট্রল করতে। ভিডিওতে তিনি বলেন— “পিথাগোরাসের পর গণিতে আমি-ই অবদান রেখেছি।” এমনকি তিনি দাবি করেন, ওয়ারেন বাফেটের টিম তাকে ভারতের পরবর্তী অর্থমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছে।
ভিডিওর শেষে উর্বশীকে দেখা যায় কেএফসির মুরগির টুকরো খেতে। এমন ব্যতিক্রমধর্মী, কৌতুকপূর্ণ ও আত্ম-বিদ্রুপমূলক প্রচারণায় অনেকেই তাকে বাহবা দিয়েছেন।
একজন নেটিজেন মন্তব্য করেন, “নিজেকে নিয়ে হাসতে পারা সহজ নয়, উর্বশী যেভাবে সেটা করেছেন, তা প্রশংসার যোগ্য।”
আরেকজন লেখেন, “উর্বশী পুরো কেএফসির বিজ্ঞাপনটা একাই নিয়ে নিয়েছেন। উনি সত্যিই একজন মার্কেটিং জিনিয়াস।”
তবে সমালোচনার ঝড়ও বইছে ভিডিও ঘিরে। কেউ লিখেছেন, “শ্রাবণ মাসে মুরগির প্রচার করছেন? আপনার ভক্তরা কী ভাববে?”
আরেকজন মন্তব্য করেছেন, “পশু হত্যা আর ভোজন নিয়ে আপনি এত গর্বিত? আনফলো করলাম।”
উল্লেখ্য, উর্বশী রাউতেলা ২০১৫ সালে মিস ডিভা-মিস ইউনিভার্স ইন্ডিয়া জয় করেন এবং একই বছর মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতকে প্রতিনিধিত্ব করেন। তবে বিনোদন জগতে পা রাখার পর থেকে তার কর্মকাণ্ড প্রায়ই বিতর্কের জন্ম দিয়েছে।
তবে এবার আত্ম-বিদ্রুপের মাধ্যমে নিজেকে তুলে ধরায় দর্শকের একাংশের কাছে প্রশংসিত হয়েছেন তিনি, যা বলিউডের তারকাদের মধ্যে বিরল দৃশ্য।
0 Comments:
Post a Comment