শ্রাবন্তীর সাবেক স্বামী রোশন সিংয়ের নতুন সংসার, অনামিকা মৈত্রের সঙ্গে বিয়ে

 টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা যেন থামছেই না। তিন বার বিয়ের পিঁড়িতে বসা শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশন সিংয়ের সঙ্গে চলতি বছরের এপ্রিলে (২০২৫) আইনি বিচ্ছেদের পর নতুন খবরে আলোচনায় এসেছেন রোশন। বিচ্ছেদের মাত্র তিন মাসের মাথায় তিনি নতুন সংসার শুরু করেছেন বাঙালি কন্যা অনামিকা মৈত্রের সঙ্গে।

২০১৯ সালে শ্রাবন্তী ও রোশন পাঞ্জাবি রীতিতে চণ্ডীগড়ে গোপনে বিয়ে করেছিলেন। কিন্তু এক বছরের মধ্যেই তাদের সম্পর্কে ফাটল ধরে, এবং ২০২০ সালে তারা আলাদা হয়ে যান। অবশেষে গত ৮ এপ্রিল ২০২৫ আদালত তাদের বিচ্ছেদে আইনি সিলমোহর দেয়। এরপরই রোশন তার নতুন জীবনসঙ্গী অনামিকা মৈত্রের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, রোশন ও অনামিকা বেশ কিছুদিন ধরে সম্পর্কে ছিলেন। গত ২৮ জুলাই ২০২৫ তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। রোশন নিজেই সামাজিক মাধ্যমে বিয়ের কার্ড শেয়ার করে এই সুখবর ঘোষণা করেছেন। কার্ডে দেখা যায়, রোশন ও অনামিকা পিঠ ফিরে হাঁটছেন, আর উপরে লেখা ‘রোশন ওয়েডস অনামিকা’। এই জুটি তাদের নাম মিলিয়ে ‘রোশানা’ নামে একটি নতুন পরিচয় তৈরি করেছেন।

অনামিকা মৈত্র কলকাতার বাসিন্দা। তিনি দ্য হেরিটেজ অ্যাকাডেমি থেকে এমএসসি এবং সিম্বোসিস ইনস্টিটিউট থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। তার ফেসবুক প্রোফাইলে রিলেশনশিপ স্ট্যাটাসে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, ‘ইন এ রিলেশনশিপ উইথ রোশান’। রোশন, যিনি পেশায় একজন জিম প্রশিক্ষক, পেশাগত জীবন গুছিয়ে নিয়ে নতুন এই অধ্যায় শুরু করেছেন।

রোশন এর আগেও সামাজিক মাধ্যমে অনামিকার সঙ্গে একাধিক ছবি শেয়ার করে তাদের সম্পর্কের ইঙ্গিত দিয়েছিলেন। তবে এই বিয়ে নিয়ে শ্রাবন্তী এখনো কোনো মন্তব্য করেননি। টালিউডের এই ঘটনা নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, এবং রোশনের নতুন জীবন নিয়ে শুভকামনার পাশাপাশি কৌতূহলও ছড়িয়ে পড়েছে।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi