গণেশ বিসর্জনের পর জুহু সৈকত পরিষ্কারে অক্ষয় কুমার

 গণেশচতুর্থী উৎসবের আমেজে মেতে উঠেছিল গোটা মুম্বাই শহর। তবে আরব সাগরের তীরে জুহু সৈকতে গণেশ বিসর্জনের পর রয়ে গিয়েছিল অপরিচ্ছন্নতার ছাপ। এই অপরিচ্ছন্নতা দূর করতে এবার পথে নামলেন বলিউডের ‘খিলাড়ি’খ্যাত অভিনেতা অক্ষয় কুমার। রোববার (৭ সেপ্টেম্বর) সকালে নিজ হাতে জুহু সৈকত পরিষ্কার করতে দেখা যায় তাকে। এ সময় তার পরনে ছিল নীল শার্ট, কালো প্যান্ট এবং হাতে সবুজ রঙের গ্লাভস।

অক্ষয়ের সঙ্গে এদিন দেখা যায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের স্ত্রী অমৃতা ফডণবীস এবং বিএমসি কমিশনার ভূষণ গগরানিকে। তিনজনই মিলে জুহু সৈকত পরিষ্কারের কাজে হাত লাগান। গণেশ বিসর্জনের পর মূর্তির সাজসজ্জার নানা অংশ, ফুল, মালা ইত্যাদি সৈকতে ছড়িয়ে ছিল, যা তারা পরিষ্কার করেন।

এ প্রসঙ্গে গণমাধ্যমের কাছে অক্ষয় কুমার বলেন, “জ্ঞান আমাদের শেখায়—পরিচ্ছন্নতা বজায় রাখা উচিত। আমাদের প্রধানমন্ত্রীও বারবার এ কথা বলেছেন। পরিচ্ছন্নতা শুধু সরকার বা বিএমসির দায়িত্ব নয়, সাধারণ মানুষকেও এ ব্যাপারে সচেতন হতে হবে।”

একই সুরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর স্ত্রী অমৃতা ফডণবীস বলেন, “আজ কত মানুষ পরিষ্কারের জন্য বাড়ি থেকে বেরিয়েছেন। আমরা মানুষকে সচেতন করতে চাই।” অক্ষয়দের উদ্যোগ দেখে মুম্বাইয়ের সাধারণ মানুষও ভিড় করেন এবং সৈকত পরিষ্কারের কাজে অংশ নেন। উল্লেখ্য, অক্ষয় কুমারকে শিগগিরই দেখা যাবে ‘ভূত বাংলা’ নামে একটি সিনেমায়, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী ওয়ামিকা গব্বী।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi