নুসরাত জাহানের মেকআপবিহীন ভিডিও ঘিরে ট্রলের ঝড়

 টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান মাঝে মধ্যেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসেন। বিশেষ করে তার মেকআপবিহীন ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করলেই নেটিজেনদের কটাক্ষের শিকার হন তিনি। সম্প্রতি ছেলে ঈশানের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন নুসরাত, যেখানে মা-ছেলের দুষ্টুমিভরা মুহূর্ত ভক্তদের নজর কেড়েছে। তবে মেকআপবিহীন চেহারায় নুসরাতকে দেখে নেটিজেনদের একাংশ তাকে তীব্রভাবে ট্রল করেছেন।

নুসরাতের পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, তিনি সদ্য ঘুম থেকে উঠেছেন। কালো ফ্রেমের চশমা, অগোছালো চুল, সাদা টি-শার্টে তাকে দেখা গেছে সম্পূর্ণ মেকআপবিহীন অবস্থায়। এ সময় তার ছেলে ঈশান মায়ের সঙ্গে দুষ্টুমিতে মেতে উঠেছে। ঈশান তার খেলনা গাড়ি নুসরাতের মুখ ও চুলের ওপর দিয়ে চালাচ্ছে। ভিডিওতে নুসরাত বলতে শোনা যায়, “আমার ওপর দিয়ে কেন তোমার গাড়ি চালাচ্ছো?”

কিন্তু ঈশান তার মায়ের কথায় কোনো গুরুত্ব না দিয়ে বারবার একই কাণ্ড চালিয়ে যায়। এতে নুসরাতের চুল নষ্ট হয়ে যায়, এবং এই মজার মুহূর্তের ভিডিও পোস্ট করতেই তিনি নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েন। একজন নেটিজেন মন্তব্য করেছেন, “করণ জোহারের ফিমেল ভার্সন।” আরেকজন লিখেছেন, “সার্জারি করে কী বিশ্রী বানিয়েছেন চেহারাটাকে।” অন্য একজন বলেছেন, “রাজকুমারি কোকো ভার্সন। চেহারা কী করছে রে।”

একটি সূত্রের দাবি, নুসরাত তার ঠোঁট পাতলা থেকে মোটা করেছেন, যা তার ট্রলের অন্যতম কারণ। এর আগেও তার ঠোঁট নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাকে। উল্লেখ্য, নুসরাত জাহানকে শীঘ্রই ‘রক্তবীজ ২’ সিনেমায় একটি আইটেম গানে দেখা যাবে। তার গান ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস’ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi