ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ ঈদুল আজহায় মুক্তির পর দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। পরিচালক রায়হান রাফীর এই অ্যাকশন-থ্রিলার সিনেমাটি এবার আন্তর্জাতিক অঙ্গনে পা রেখেছে। গত ১১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের হিউস্টন, ক্যালিফোর্নিয়া, বোস্টন, অরল্যান্ডো, স্যাক্রামেন্টোসহ অন্তত ১০টির বেশি শহরের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই চলচ্চিত্র। মুক্তির মাত্র দুদিন পর গত শনিবার (১২ জুলাই) রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়েছেন এই ঢালিউড সুপারস্টার।
শাকিব খান ফ্লাইটের ভেতর থেকে নিজের একটি ছবি ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ‘রোমাঞ্চ যাত্রা শুরু হোক!’ ছবিতে তাকে সাদা টি-শার্ট, সানগ্লাস ও ‘লুলুলেমন’ ব্র্যান্ডের ক্যাপ পরে বিমানের জানালার পাশে বসে থাকতে দেখা যায়। তবে তিনি পোস্টে স্পষ্ট করে জানাননি কেন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে, ‘তাণ্ডব’ সিনেমার প্রিমিয়ার উপলক্ষে প্রবাসী দর্শকদের সঙ্গে ছবি দেখতে এই সফর।
এদিকে, শাকিবের এই যাত্রা নিয়ে ভক্ত ও নেটিজেনদের মধ্যে আরও একটি জল্পনা ছড়িয়েছে। কয়েক মাস আগে শোনা গিয়েছিল, শাকিব হলিউডে কাজ করতে পারেন। বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিক আকবর একটি গণমাধ্যমে জানিয়েছিলেন, তিনি শাকিব খানকে নিয়ে একটি হলিউড সিনেমা নির্মাণ করতে চান। তিনি বলেছিলেন, ‘স্ক্রিপ্ট রাইটিংয়ের কাজ চলছে, শাকিব খান যুক্তরাষ্ট্রে এলেই সবকিছু চূড়ান্ত হবে।’ এই সিনেমাটি গ্লোবাল ক্রাইম-থ্রিলার ঘরানার হবে, যেখানে শাকিবের বিপরীতে একজন বাংলাদেশি ও একজন হলিউড অভিনেত্রী অভিনয় করবেন। খলনায়কের চরিত্রেও থাকবেন হলিউডের একজন পরিচিত তারকা। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালে এই সিনেমা বিশ্বব্যাপী মুক্তি পেতে পারে।
শাকিবের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি একান্ত ব্যক্তিগত কারণেও যুক্তরাষ্ট্রে গিয়েছেন এবং প্রায় দেড় মাস সেখানে থাকবেন। তিনি আগস্টের শেষভাগে দেশে ফিরবেন। তবে হলিউড প্রজেক্ট নিয়ে ভক্তদের মধ্যে উতসাহ-উদ্দীপনা তুঙ্গে।
এদিকে, শাকিব খান আগামী ঈদের জন্য নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। আবু হায়াত মাহমুদ পরিচালিত এই ছবির জন্য তিনি দুই কোটি টাকা সাইনিং মানি নিয়েছেন। এছাড়াও, নব্বই দশকের কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন ‘কালা জাহাঙ্গীর’ জীবনী নিয়ে নির্মিতব্য একটি সিনেমায় তাকে দেখা যেতে পারে, যা পরের বছর ঈদে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
শাকিব খানের এই যুক্তরাষ্ট্র সফর ‘তাণ্ডব’র আন্তর্জাতিক সাফল্য এবং হলিউডে তার সম্ভাব্য অভিষেক নিয়ে ভক্তদের মাঝে নতুন উন্মাদনা সৃষ্টি করেছে।