নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা গণমাধ্যম ‘ঠিকানা’ নতুন টক শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ শুরু করেছে। এই শো’র প্রথম অতিথি ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। জায়েদ খানের সঙ্গে আলাপে তিনি জানান, আগামী পাঁচ বছরের মধ্যে বিয়ে করে মা হতে চান।
জায়েদ খানের প্রশ্ন, “পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও?”—এর জবাবে তিশা বলেন, “আমি মা হবো। এর মধ্যে বিয়ে করবো এবং মাতৃত্বের স্বাদ নিতে চাই।” তিনি আরও যোগ করেন, “প্রফেশনাল জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনও গুরুত্বপূর্ণ। এটি লুকানোর কিছু নেই।”উল্লেখ্য, ‘ঠিকানা টিভি’র ইউটিউব চ্যানেলে গত শুক্রবার (৪ জুলাই) রাত ৮টায় শো’টির প্রথম পর্ব প্রচারিত হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে জায়েদ খান উপস্থাপক হিসেবে আত্মপ্রকাশ করেন।
