কঙ্গনা রানাউত এবং মাধবন—দুজনেই অভিনয়ে অত্যন্ত দক্ষ। ফলে দর্শকদের প্রত্যাশাও আকাশছোঁয়া। প্রযোজকরা পরিকল্পনা করছেন ২০২৫ সালের পূজার সময় এই সিনেমাটি মুক্তি দেওয়ার। সিনেমাটি বছরের অন্যতম আলোচিত রিলিজ হতে পারে বলে মনে করছেন সিনেমা বিশ্লেষকরা।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘সার্কল’ একটি প্যান-ইন্ডিয়া সিনেমা। এটি একযোগে হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় নির্মিত হচ্ছে। প্রায় এক বছর ধরে ভারতের বিভিন্ন শহরে—উটি, জয়পুর, চেন্নাই এবং হায়দরাবাদে—চলেছে এর শুটিং। সিনেমার শেষ অংশের শুটিং সম্পন্ন হয়েছে হায়দরাবাদের জুবিলি হিলস এলাকার ‘ক্লাব ইলিউশন’-এ।
সিনেমাটি প্রযোজনা করছে ট্রাইডেন্ট আর্টস। প্রযোজক রবীন্দ্রন জানিয়েছেন, কঙ্গনার দক্ষিণ ভারতে জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে এবং এই সিনেমার গল্প এমন একটি বিষয়ের ওপর ভিত্তি করে তৈরি, যা দর্শকরা এর আগে কখনো দেখেননি। তিনি আরও বলেন, “এটি একটি সম্পূর্ণ নতুন ধরনের ছবি, যা দর্শকদের হৃদয়ে গভীরভাবে দাগ কাটবে।”